মাদের অনেক সময় সোস কোড সংরক্ষনের প্রয়োজন পড়ে অর্থাৎ আমরা যা প্রোগ্রামিং বা কোডিং এর সাথে জরিত তাদের অনেক সময় অনেক ধরনের কোডিং করতে হয় আবার অনলাইন বা অন্য কোথাও থেকে কোন একটা আপনার প্রয়োজনীয় কোড পেলে তা আপনি সাধারনত text ফাইলে আপনার কম্পিউটারের বিভিন্ন ড্রাইভে সেভ করে রাখেন কিন্তু সে সব কোড আপনি আপনার প্রয়োজনের সময় অতি সহজে খুজে নাও পেতে পারেন আর সে ধরনের সমস্যাতে যাতে না পড়তে হয় তার জন্য ব্যবহার করুন এ সফটওয়্যারটি।এর মাধ্যমে আপনি বিভিন্ন ক্যাটাগরি তৈরী করে তাতে আপনার প্রয়োজনীয় সোর্স কোড রাখতে পারেন অতি সহজে। ইচ্ছা হলে ব্যাবহার করে দেখতে পারেন।ওআরো একটি কথা এর বেশ কিছু অংশ আমি আপডেট করেছি...
                                                         
                                                     
                                                         

                        


                                 ডাউনলোড লিংক

ভাল লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন।
 ধন্যবাদ।।।
Show Comments: OR

0 comments:

Post a Comment

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপ্ররেনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে এমন কোন মন্তব্য করবেন না যাতে লেখকের মনে আঘাত করে !!

 
Top

Contact With Me