আমরা জানি, F1 থেকে F12 পর্যন্ত যে এক
ডজন কি আছে সেগুলোকে ফাংশন কি বলা হয় । এখন আসুন জেনে নেয় এই কী গুলোর কাজ কি।
F1 : সহায়তাকারী কি
হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে।
F2 : সাধারণত কোনো
ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে
মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়।
F3: এটি চাপলে
মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের
লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ
করা হয়।
F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা
হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
F5 : মাইক্রোসফট
উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
F6 : এটা দিয়ে মাউস
কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
F7 : ওয়ার্ডে লেখার
বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু
করা হয়।
F8 : অপারেটিং
সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।
F9 : কোয়ার্ক এক্সপ্রেস
৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।
F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।
আশা করি এই
তথ্য গুলো আপনাদের অনেক কাজে আসবে।
Related Posts
পবিত্র রমজান মাসের উপলক্ষে আমার তৈরী একটি বাংলা ইসলামিক সফটওয়্যার ~'RAMADAN-2015'
26 Jun 20150আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে আশা করি এই পবিত্র সিয়াম সাধনার সবাই ভালই আছেন।গত কয়েক...Read more »
Android Phone কে Webcam হিসেবে ব্যবহার করুন
01 Mar 20150আসসালামু আলাইকুম ,সবাই কেমন আছেন?? আশা করি আল্লাহ তালার রহমতে ভালই আছেন।অনেক দিন পর আজ আবার আ...Read more »
নিয়ে নেন মেসের হিসাব রাখার জন্য মেস রের্কড সফটওয়্যারটি...
22 Sep 20140আমরা যারা মেসে তাদের মেসের হিসিব নিকাশ করতে হয় এবং সে সব সংরক্ষন করতে হয় তার জন্য হয়তো বা তামরা খা...Read more »
নিয়ে নিন সোর্স কোড সংরক্ষন করার জন্য দারুন এক সফটওয়্যার [Organize Code]
10 Sep 20140আমাদের অনেক সময় সোস কোড সংরক্ষনের প্রয়োজন পড়ে অর্থাৎ আমরা যা প্রোগ্রামিং বা কোডিং এর সাথে জরিত...Read more »
Age Calculator দিয়ে বয়স হিসাব করুন মিনিট,ঘন্টা,দিন,মাস,বছর আকারে
12 Aug 20140আমার তৈরী age calculator যার সাহায্যে আপনি খুব সহজে আমার বয়স হিসাব করতে পারবেন মিনিট,ঘন্টা,দিন,মাস,...Read more »
Show Comments:
OR


Subscribe to:
Post Comments (Atom)