মুক্তিযুদ্ধের কবিতা
একটি শব্দ সে অনেক ত্যাগের শব্দ
বিনা অশ্রুতে আসেনি সে শব্দ।
শব্দটির জন্য লাখো বাঙালি শহিদ হলেন
এখন ও দাদা-দাদী শব্দটির কথা বলেন।
একটি শব্দ সে অনেক প্রতিক্ষার শব্দ
ন'মাস অপেক্ষার অবশেষের শব্দ।
অনেক দু:খ কষ্টে মাখা সে শব্দ
এতে আছে স্বপ্ন আর আশার ছবি।
একটি শব্দ অনেক ভালবাসার শব্দ
সীমাহীন ভালবাসার সেই শব্দ
সে ভালবাসা সবকিছুকে করেছে তুচ্ছ
আবার নতুন করে এনেছে ভালবাসার গুচ্ছ।
একটি শব্দ আমার মুক্তির শব্দ
সাত কোটি মানুষের মুক্তির শব্দ
সেই সংখ্যা আজ পনের কোটিতে
কেন মুক্তি ছিলনা আমাদের অতীতে।
সেই অজর শব্দটি হলো স্বাধীনতা
অস্তিত্ব থেকে আজ মুছেছে পরাধীনতা।
তাইতো আজ উন্নত হয়েছে শির
ইতিহাসের পাতায় লেখেছে নাম সাহসী বীর।